দাঁড়িপাল্লা ও পাখা মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায় বলে মানুষকে বিভ্রান্ত করছে তাদেরকে প্রতিহত করতে হবে….মোশাররফ হোসেন
- আপডেট সময় : ০৭:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপিকে বিগত ১৫ বছরে কোথাও মিছিল মিটিং করতে দেয়নি আওয়ামী লীগ। আমার ইচ্ছে থাকা স্বত্বেও আপনাদের কাছে আসতে দেয়নি। যারা মানুষের উপর জুলুম-অত্যাচার করেছে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে।
আজ শনিবার (২২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ১১নং ডালবুগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, যাদেরকে এমপি-চেয়ারম্যান বানিয়েছেন তারা কি উন্নয়ন করেছে? কি কাজ করেছেন। তারা নিজেদের আখের গুছিয়েছেন। তারা বলে বেড়ায় দাঁড়িপাল্লা ও পাখা মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায়। স্রেফ মিথ্যা কথা। তাদের ঈমান আছে কিনা সন্দেহ! যারা এসব বলে বেড়ায় তাদেরকে প্রতিহত করতে হবে।
বাংলাদেশের একটা আসনও হাতপাখা মার্কা পাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। যদি তারা কোন আসন না পায় তাহলে তারা মানুষের উন্নয়ন ও সেবা করবে কেমনে? অথচ তারা মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করতে চায়।
এসময় তিনি তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। যা পরিবারের সবচেয়ে মুরুব্বির নামে দেওয়া হবে। এতে করে মহিলাদের অর্থনৈতিক স্বাবলম্বীতা আসবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি, হাজী হুমায়ুন সিকদার, সাবেক আহবায়ক মনিরুজ্জামান মনির,
সাধারণ সম্পাদক এ্যাডঃ হাফিজুর রহমান তালুকদার চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি, গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মোঃ মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লী,সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান হাওলাদার।
উক্ত জনসভায় সভাপতিত্ব করেন, ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরু।



















