ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় ব্যবসায়ীদের দোরগোড়ায় ভূমি সেবা, ৬ লাখ টাকা আদায় যে দলের পীর কোন নির্বাচনে বিজয়ী হতে পারেনি তারা কিভাবে বিজয়ী হবে….এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় থেমে থাকা ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা: বিকাশ কর্মী নিহত নিম্ন আয়ের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে  যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প জাতীয় সংসদ নির্বাচনে নৌবাহিনী সরকার ও নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে…নৌ-বাহিনী প্রধান ফ্যাসিষ্ট  আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে….এবিএম মোশাররফ হোসেন দাঁড়িপাল্লা ও পাখা মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায় বলে মানুষকে বিভ্রান্ত করছে  তাদেরকে প্রতিহত করতে হবে….মোশাররফ হোসেন  হ্যাচারীর দখলে পাউবো জমি ও শ্মশানের পথ,  মরদেহ সৎকারে নানা সমস্যা ধানের শীষের বিজয় নিশ্চিতে ছাত্রদলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে….মোশাররফ হোসেন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ—দৌড়ঝাঁপে বিকাশ কর্মীর দুর্ঘটনা

নিম্ন আয়ের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে  যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটায় পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভার ১নং ওয়ার্ডের অরকা পল্লীতে নিম্ন আয়ের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। যুবদলের এমন সেবামূলক আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ফ্রী মেডিকেল ক্যম্পের অনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনের সঞ্চালনায়।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী,কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফরুজ্জামান খোকন, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান। কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন,দেশের সংকটময় মুহূর্তে দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের জন্য যুবদলের এই কর্মসূচি মানবিকতার উজ্জ্বল উদাহরণ।

উদ্বোধনী অনুষ্ঠানে যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক বলেন,জনগণই দেশের শক্তি। তাদের কল্যাণে কাজ করতেই আমাদের রাজনীতি। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর সে অধিকার নিশ্চিত করতেই যুবদলের এই উদ্যোগ। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

দিনব্যাপী ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস, রক্তচাপ, সর্দিজ্বর, চর্মরোগসহ নানা সমস্যা যাচাই করে চিকিৎসা পরামর্শ দেন। পরে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুবদল মানবসেবামূলক কর্মসূচি অব্যাহত রাখবে বলে অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিম্ন আয়ের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে  যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময় : ০৩:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটায় পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভার ১নং ওয়ার্ডের অরকা পল্লীতে নিম্ন আয়ের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। যুবদলের এমন সেবামূলক আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ফ্রী মেডিকেল ক্যম্পের অনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনের সঞ্চালনায়।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী,কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফরুজ্জামান খোকন, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান। কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন,দেশের সংকটময় মুহূর্তে দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের জন্য যুবদলের এই কর্মসূচি মানবিকতার উজ্জ্বল উদাহরণ।

উদ্বোধনী অনুষ্ঠানে যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক বলেন,জনগণই দেশের শক্তি। তাদের কল্যাণে কাজ করতেই আমাদের রাজনীতি। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর সে অধিকার নিশ্চিত করতেই যুবদলের এই উদ্যোগ। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

দিনব্যাপী ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস, রক্তচাপ, সর্দিজ্বর, চর্মরোগসহ নানা সমস্যা যাচাই করে চিকিৎসা পরামর্শ দেন। পরে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুবদল মানবসেবামূলক কর্মসূচি অব্যাহত রাখবে বলে অঙ্গীকার করেন।