সংবাদ শিরোনাম ::
যাত্রীবাহী ছয়টি বাস থেকে ৩৫ মন নিষিদ্ধ জাটকা ইলিশ আটক করেছে ভ্রাম্যমান আদালত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ১২:০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
পটুয়াখালী কলাপাড়ায় যাত্রীবাহী ছয়টি বাস থেকে ৩৫ মন নিষিদ্ধ জাটকা ইলিশ আটক করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার রাত (০২ নভেম্বর) নয়টায় কলাপাড়া পৌরশহর বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এসময় অবৈধভাবে মাছ পরিবহনের দায়ে ছয়জন বাস চালককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে রাত সাড়ে দশটার দিকে জব্দ করা মাছ কলাপাড়া পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের প্রায় ১৮০ কেজি মাছ ও ৫০ টি এতিমখানা ও হতদরিদ্র মানুষের মাঝে এসব মাছ বিতরন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ আটক করা হয়। জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আসাদু জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









