কলাপাড়া-রাঙ্গাবালী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এবিএম মোশাররফ হোসেন
- আপডেট সময় : ০৮:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া ও নদীবেষ্টিত চরাঞ্চল রাঙ্গাবালী উপজেলা নিয়ে সংসদীয় আসন-১১৩ (পটুয়াখালী -৪)। এই আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
এই খবর কে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে মোশাররফ হোসেনের ছবি সংবলিত সন্তোষ প্রকাশের খবর টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অসংখ্য নেতাকর্মী স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করে মতামত প্রকাশ করেন। এই আসনকে স্থানীয়দের ভাষায় সমৃদ্ধ আসন বলা হয়।
কারণ, কলাপাড়া উপজেলায় রয়েছে দুই টি পৌরসভা, কলাপাড়া ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা। এখানে রয়েছে পায়রা সমুদ্র বন্দর। রয়েছে ১৩২০ মেগাওয়াট পায়রা ও পটুয়াখালী (আরএনপিএল) তাপ বিদ্যুৎ কেন্দ্র। শের-ই-বাংলা নৌঘাঁটি ও সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, এশিয়ার প্রথম পানি জাদুঘর রয়েছে কলাপাড়া উপজেলায়। এসব কারণে এই আসনের রয়েছে আলাদা গুরুত্ব। মোশাররফ হোসেনের মনোনয়ন ঘোষণার পর থেকে নেতাকর্মীরা উচ্ছ্বসিত রয়েছেন। প্রত্যাশিত এই খবরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এছাড়া বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ হয়েছে।









