যে দলের পীর কোন নির্বাচনে বিজয়ী হতে পারেনি তারা কিভাবে বিজয়ী হবে….এবিএম মোশাররফ হোসেন
- আপডেট সময় : ১০:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ১৬ বছর পর পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলীতে বিএনপি’র বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।
বালিয়াতলী ইউনিয়ন বিএনপি সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ-সভাপতি জাফরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি সভাপতি গাজী ফারুক,সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমুখ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, হাদিস, কোরআনে কোথাও নাই কোন মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। অথচ তারা ইসলামকে ভুল ব্যাখা করছে। ইসলামের সঠিক কথা প্রচার করছে না। তাই তাদের কথায় বিভ্রান্ত না হতে ভোটারদের আহবান জানান। তিনি বলেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। সারা বাংলাদেশে কোথাও নাম শুনি নাই অথচ কলাপাড়ায় এসে শুনে হাত পাখার কথা। যে দলের পীর কোন নির্বাচনে বিজয়ী হতে পারেনি তারা কিভাবে বিজয়ী হবে। তিনি বলেন, গত ১২ টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। অথচ কোন নির্বাচনে চরমোনাই থেকে একজন বিজয়ী হতে পারেনি। তাই দেশ ও এলাকার উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
জনসভার শুরুতে বিভিন্ন বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি’র নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে সমাবেশ স্থলে হাজির হন।
জনসভা শেষে আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় শতাধিক নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।



















