জাতীয় সংসদ নির্বাচনে নৌবাহিনী সরকার ও নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে…নৌ-বাহিনী প্রধান
- আপডেট সময় : ০৩:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ১১ বার পড়া হয়েছে
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে।
সোমবার বেলা এগারোটায় পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ৪১৭ জন নবীন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চট্রগ্রাম বন্দরের নিউমোনিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব সরকার চট্রগ্রাম ড্রাইডক লিমিটেডের উপর ন্যাস্ত করেছে। এতে অল্প সময়ের মধ্যে কন্টেইনার হ্যান্ডেলিং এর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে গতিশীলতা এসেছে সামগ্রিক অর্থনীতিতে।
তিনি বলেন নৌ বাহিনী এখন ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের আইনশৃংখলা, জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষে ২০২৪ সালের জুলাই মাস থেকে ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোতায়েন রয়েছে। এ সকল এলাকায় নিয়োজিত নৌসদস্য গন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এলাকা সমূহের সার্বিক নিরাপত্তার নিশ্চিতকল্পে সকল ভূমিকা পালন করে দেশবাসির ভূয়সী প্রশংসা অর্জন করেছে।
অনুষ্ঠানের শুরুতে নৌ-প্রধান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় নবীন নাবিকরা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেন। পরে পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করায় সেরা চৌকশ নাবিক হিসেবে রিজন মোল্লা ‘নৌপ্রধান পদক’, দ্বিতীয় স্থান অধিকার করে মোঃ মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ এবং তৃতীয় স্থান অধিকার ‘
মোঃ হাসান আলীকে শের-ই-বাংলা পদক’ প্রদান করেন তিনি।
এসময় নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।



















