পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধার কারি ও ওয়ারেন্ট তামিল অফিসার নির্বাচিত।

- আপডেট সময় : ০৮:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১ বার পড়া হয়েছে
পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছে কলাপাড়া থানার এসআই মো. জহিরুল ইসলাম ও ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেয়েছেন এসআই ফোরকান।
রবিবার (১৪ সেপ্টেম্বর ) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভাশেষে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধার কারি হিসেবে এসআই মো. জহিরুল ইসলাম ও এসআই ফোরকান কে ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার হিসেবে সন্মাননা ক্রেস্ট তুলে দেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।
মো. জহিরুল ইসলাম বর্তমানে কলাপাড়া থানায় কর্মরত আছেন। গত আগষ্ট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মো. জহিরুল ইসলাম কে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধার কারি অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। অপরদিকে আগস্ট মাসে কলাপাড়া থানার ওয়ারেন্ট তামিল কারি অফিসার হিসেবে এসআই ফোরকান কে নির্বাচিত করা হয়।
অফিসার দুজন কলাপাড়া থানায় যোগদান করার পর কলাপাড়া থানা এলাকায় বিভিন্ন সাজা প্রাপ্ত আসামি, জিআয়ার, সিআর মামলার আসামি, চোরাই গাড়ি উদ্ধার সহ, শতাধিক ওয়ারেন্ট নিষ্পত্তি করেছেন। তাছাড়াও মাদকব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার ও সমাজের মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ।
এবিষয়ে এসআই মো. জহিরুল ইসলাম বলেন, আমি সবসময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। সর্বদা মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেলে তৃপ্তি পাওয়া যায় এবং কাজের প্রতি আরও আগ্রহ প্রকাশ পায়।
তিনি কলাপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি মো. জুয়েল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন স্যার সর্বদা কাজের বিষয়ে উৎসাহ প্রদান করেছেন তাই বলে আজ জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছি।