লালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট সময় : ১২:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
মোঃশিহাবউদ্দিন টোকন
নাটোর জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি আনন্দ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে লালপুর উপজেলা গেটে গিয়ে শেষ হয়। এসময় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আনন্দ র্যালিতে নেতৃত্ব দেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল ও জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন।
এছাড়াও অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. আশরাফুল ইসলাম লুলু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।