গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যহতি চেয়ে সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৯:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা সভাপতি পদসহ দলীয় সকল সদস্য পদ থেকে অব্যহতি চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার শিবপুর ইউনিয়নের সরদারহাট (গাছবাড়ি) গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এহেসান আলী আকন্দ।
সংবাদ সম্মেলনে এহেসান আলী আকন্দ জানান, বংশ পরম্পরায় ১৯৮০ সাল থেকে তিনি একজন সফল মৎস্য চাষী। তিনি ২০১৯ সালে উপজেলা পর্যায়ে, ২০২১ সালে জেলা ও দেশের শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসাবে নির্বাচিত হওয়ার সুবাদে তাকে ঢাকায় ডেকে নিয়ে তৎকালীন আওয়ামী লীগের অফিসে জোরপূর্বক উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু গত বছর ৫ আগষ্টের পরে তিনি নানাভাবে হয়রানির শিকার হয়েছেন, এমনকি কারাগারে পর্যন্ত যেতে হয়েছে। অথচ বিগত ১৬ বছরে তিনি কোনো দলীয় সুবিধা গ্রহণ করেননি। ৭০ বছর বয়সে তাঁর পক্ষে আর রাজনীতিতে সক্রিয় থাকা সম্ভব নয়। বর্তমানে বৃদ্ধ এহেসান আলী জরাজীর্ণ শরীর নিয়ে রাজনীতি থেকে অব্যহতি চান। এখন বার্ধক্য তাঁর নিত্যদিনের সঙ্গী। তাই তিনি মৃত্যুর আগে বাকি দিনগুলোতে মহান আল্লাহর ইবাদত করতে চান। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার প্রতি সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবেন বলে তিনি জানান।