বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করায় তৃর্ণমূল সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা…..মোশাররফ হোসেন

- আপডেট সময় : ১২:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশের জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গণতান্ত্রিক, জাতীয়তাবাদী ও জনগণের দল হিসেবে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল।
কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলাপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বৈরী আবহাওয়া এবং অবিরাম বৃষ্টির মধ্যেও ভিজে র্যালি ও সমাবেশ করেছেন।
আমি শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও, আমার হৃদয় ও মন সর্বদা আপনাদের সঙ্গে ছিল। প্রতিকূল আবহাওয়ায় আপনারা যে ত্যাগ, নিষ্ঠা ও উৎসর্গ প্রদর্শন করেছেন, তা আমাকে গর্বিত করেছে, আবেগে আপ্লুত করেছে এবং গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমি দেখেছি—কিভাবে আপনারা বৃষ্টিভেজা শরীরে ঐক্যবদ্ধ থেকে এই কর্মসূচিকে সাফল্য ও সার্থক করেছেন। এই দৃঢ়তা, এই একতা স্পষ্ট প্রমাণ করে যে—বিএনপি গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে আজও অপ্রতিরোধ্য শক্তি। আমার বিশ্বাস সকলে মিলে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে, গণতন্ত্র ও ন্যায়বিচারের পথকে সুদৃঢ় করতে সকলে মিলে সহযোগীতা করবেন ইনশাআল্লাহ।
কলাপাড়ার সকল নেতা-কর্মী, অঙ্গসংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। ইনশাআল্লাহ, আমরা এই ঐক্য ও ত্যাগের পথে ঐক্যবদ্ধ থাকব—এই ঐক্যই আমাদের শক্তি, এই ত্যাগই আমাদের বিজয়ের পতাকা মুক্ত আকাশে উড়বে। এই বিজয়ের ফলে দক্ষিণ অঞ্চলে উন্নয়নের ধারা আরো বেগবান হবে। ঘুরে দাঁড়াবে অর্থনৈতিক চাকা।
১১৩-পটুয়াখালী-৪ আসনের জাতীয়তাবাদী দল (বিএনপি) এর তৃর্ণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
— এ বি এম মোশাররফ হোসেন
কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক