ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামী ব্যাংকের উদ্যোগে ২২০০ ফলজ বৃক্ষ বিতরণ ‎দুমকী উপজেলায়, ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে , উপজেলায়,ও জেলায় জরুরী মিটিং লালমনিরহাটের তিস্তা নদীর পাানি বিপদসীমার ৭ সেন্টিমিটার নিচে দুমকী উপজেলায় বিভিন্ন হাটে, সবজির বাজারে স্বস্তি লালমনিরহাটে বিলুপ্তির পথে মাষকলাই চাষ দুমকি,কলসকাঠি,বগায় , আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প দিন দিন কমছে লালমনিরহাটে আখ চাষ বরিশালে ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে দেবীকে ফুটিয়ে তুলছেন শিল্পীরা মহিপুরে ২ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক

কলাপাড়ায় শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে দেবীকে ফুটিয়ে তুলছেন শিল্পীরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর কয়েক দিন বাকি। কলাপাড়ায় মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রতিমা শিল্পী, সাজসজ্জার কাজে নিয়োজিত কর্মী ও আয়োজকরা ব্যস্ত সময় পার করছেন। শেষ সময় রং তুলির আঁচড়ে দেবী দুর্গাকে ফুটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা।

রাত-দিন সমানভাবে সাজসজ্জার কাজ চলছে। দর্শনার্থী টানতে মণ্ডপগুলোকে আকর্ষণীয় ও নবরূপে সাজানো হচ্ছে। সেইসঙ্গে শান্তিপূর্ণভাবে উৎসব পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আয়োজকরা জানিয়েছেন, দুই-একদিনের মধ্যেই পূজা মণ্ডপের সব প্রস্তুতি সম্পন্ন হবে।

আগামী ২৮ সেপ্টেম্বর ১১ আশ্বিন রবিবার পঞ্চমীর তিথিতে আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। দেবী দুর্গা আদ্যাশক্তি ও রণরঙ্গিনী এক মহাদেবীর রূপ, যিনি ভক্তদের প্রতি করুণা ও শক্তি দেখিয়ে থাকেন। যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক শুভ এবং পবিত্র। আর ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।”

প্রতিমা শিল্পী সুজন পাল জানান, এ বছর ৬টি প্রতিমা তৈরীর কাজ পেয়েছেন তিনি। গেল বছরের তুলনায় এ বছর রংসহ প্রতিমা তৈরিতে বিভিন্ন সরঞ্জাম দাম অনেক বেশি। এছাড়া পারিশ্রমিকও কম বলে তিনি আক্ষেপ করেন। ষষ্ঠীর আগেই সব কাজ শেষ করবেন জানিয়ে তিনি বলেন, “রং তুলির কাজ নিয়ে এখন আমাদের দম ফেলার ফুরসত নেই।”

মণ্ডপে মণ্ডপে কারীগররা নিপুন হাতে গনেশ, স্বরসতি, কার্তিক, অসুর, সিংহ, পেঁচা, ইদুর, হাঁস, ময়ূর, সাপ, লক্ষি, মহাদেবের মূর্তি তৈরি করছেন। এখন শেষ মুহুর্তে চলছে রং-তুলির কাজ।

এবার উপজেলায় দুইটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে মোট ১৪ টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হইবে। এরমধ্যে কলাপাড়া পৌরসভায় ৩টি শ্রী শ্রী জগন্নাথ নাট কেন্দ্রীয় মন্দির ও সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপ,চিংগরিয়া শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ,বাদুরতলী শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ।

কুয়াকাটা পৌরসভায় ১টি শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থ যাত্রী সেবাশ্রম (আর্ন্তজাতিক) শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ। নীলগঞ্জ ইউনিয়নে ৩টি পাখিমারা শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ, রাধাকৃষ্ণ সেবাশ্রম ও লোকনাথ মন্দির শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ। চাকামইয়া ইউনিয়নে ১টি শান্তিপুর শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ। ধানখালী ইউনিয়নে ১টি ধানখালী নমরহাট শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ। লতাচাপলী ইউনিয়নে ৩টি শ্রী শ্রী সার্বজনীন কালিমাতা দূর্গা পুজা মণ্ডপ, আলীপুর কেন্দ্রীয় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, মিশ্রিপাড়া শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ চম্পাপুর ইউনিয়নে ২টি উত্তর পশ্চিম চালিতাবুনিয়া ভোলানাথ ভাটবাড়ি শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ ও মাছুয়াখালী শ্রী শ্রী সার্বজনীন দুর্গা পুজা মণ্ডপ।

মহিপুর ইউনিয়নে ১টি মহিপুর শ্রী শ্রী সার্বজনীন দুর্গা ও কালী মন্দির পুজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হইবে।

কলাপাড়া শ্রী শ্রী জগন্নাথ নাট কেন্দ্রীয় মন্দির ও সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপের পুরোহিত কালাচাঁদ চক্রবর্তী জানান, “এবার দেবী দুর্গা গজে অর্থাৎ হাতিতে চড়ে আসছেন এবং দোলায় অর্থাৎ পালকিতে চড়ে যাবেন। গজে দেবীর আগমন শান্তি, সমৃদ্ধি ও শস্য-শ্যামলা বসুন্ধরার প্রতীক, যা একটি শুভ ইঙ্গিত বহন করে।”

কলাপাড়া শ্রী শ্রী জগন্নাথ নাট কেন্দ্রীয় মন্দির ও সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক শ্রী বাবু পাল জানান, “ধর্ম যার যার উৎসব সবার” আসন্ন দূর্গা পূজা উৎসবে দেশের প্রখ্যাত ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মন্দির প্রাঙ্গণে থাকছে নাগরদোলা, নৌকাসহ বিভিন্ন ধরনের রাইড, পণ্য সামগ্রীর মেলা, মুখরোচক খাবারের হোটেল। তাই জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে সকলে আমন্ত্রিত।

কলাপাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ও কলাপাড়া পৌর শহর চিংগুড়িয়া সার্বজনীন শ্রিশ্রি দূর্গাপূজাঁ কমিটির সভাপতি বাবু দেবাশীষ সিকদার (কালা) বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী মন্দির প্রাঙ্গণে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সুন্দরভাবে পুজা উদযাপন করার লক্ষ্যে এলাকার যুবকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

কলাপাড়া উপজেলা পূজা উদাযাপন ফ্রন্ট ও কলাপাড়া আখড়াবাড়ি শ্রী শ্রী জগন্নাথ নাট কেন্দ্রীয় মন্দির ও সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপ, আহ্বায়ক,বাবু সজল সমাদ্দার বলেন, শারদীয় ও দুর্গা উৎসব সফল করার লক্ষ্যে ইতোমধ্যে উপজেলা প্রশাসনের সাথে দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের সদস্যদের সাথে মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন দুর্গা পূজায় সকল ধরনের সহযোগিতা করবেন। এ উৎসব সম্পন্ন করতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, “প্রতিটি মণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের লক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রস্তুত রয়েছে। দুইটি পৌরসভা ও ৬টি ইউনিয়নের মোট ১৪টি দুর্গাপূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক,সাধারণ সম্পাদকসহ সুশিল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক, আনসার বাহিনী, চৌকিদাররা ২৪ ঘন্টা পাহারা প্রদান করবেন। এছাড়াও সিভিলে গোয়েন্দা সংস্থা কঠোর নজরদারিতে থাকবে। যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে এজন্য পুরো এলাকা জুড়ে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া সম্প্রীতি বজায় রাখতে মসজিদ কমিটির সঙ্গেও সভা করা হয়েছে। পূজা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক বলেন, “শারদীয় দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কলাপাড়া উপজেলার প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে দেবীকে ফুটিয়ে তুলছেন শিল্পীরা

আপডেট সময় : ০৩:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর কয়েক দিন বাকি। কলাপাড়ায় মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রতিমা শিল্পী, সাজসজ্জার কাজে নিয়োজিত কর্মী ও আয়োজকরা ব্যস্ত সময় পার করছেন। শেষ সময় রং তুলির আঁচড়ে দেবী দুর্গাকে ফুটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা।

রাত-দিন সমানভাবে সাজসজ্জার কাজ চলছে। দর্শনার্থী টানতে মণ্ডপগুলোকে আকর্ষণীয় ও নবরূপে সাজানো হচ্ছে। সেইসঙ্গে শান্তিপূর্ণভাবে উৎসব পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আয়োজকরা জানিয়েছেন, দুই-একদিনের মধ্যেই পূজা মণ্ডপের সব প্রস্তুতি সম্পন্ন হবে।

আগামী ২৮ সেপ্টেম্বর ১১ আশ্বিন রবিবার পঞ্চমীর তিথিতে আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। দেবী দুর্গা আদ্যাশক্তি ও রণরঙ্গিনী এক মহাদেবীর রূপ, যিনি ভক্তদের প্রতি করুণা ও শক্তি দেখিয়ে থাকেন। যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক শুভ এবং পবিত্র। আর ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।”

প্রতিমা শিল্পী সুজন পাল জানান, এ বছর ৬টি প্রতিমা তৈরীর কাজ পেয়েছেন তিনি। গেল বছরের তুলনায় এ বছর রংসহ প্রতিমা তৈরিতে বিভিন্ন সরঞ্জাম দাম অনেক বেশি। এছাড়া পারিশ্রমিকও কম বলে তিনি আক্ষেপ করেন। ষষ্ঠীর আগেই সব কাজ শেষ করবেন জানিয়ে তিনি বলেন, “রং তুলির কাজ নিয়ে এখন আমাদের দম ফেলার ফুরসত নেই।”

মণ্ডপে মণ্ডপে কারীগররা নিপুন হাতে গনেশ, স্বরসতি, কার্তিক, অসুর, সিংহ, পেঁচা, ইদুর, হাঁস, ময়ূর, সাপ, লক্ষি, মহাদেবের মূর্তি তৈরি করছেন। এখন শেষ মুহুর্তে চলছে রং-তুলির কাজ।

এবার উপজেলায় দুইটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে মোট ১৪ টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হইবে। এরমধ্যে কলাপাড়া পৌরসভায় ৩টি শ্রী শ্রী জগন্নাথ নাট কেন্দ্রীয় মন্দির ও সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপ,চিংগরিয়া শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ,বাদুরতলী শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ।

কুয়াকাটা পৌরসভায় ১টি শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থ যাত্রী সেবাশ্রম (আর্ন্তজাতিক) শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ। নীলগঞ্জ ইউনিয়নে ৩টি পাখিমারা শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ, রাধাকৃষ্ণ সেবাশ্রম ও লোকনাথ মন্দির শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ। চাকামইয়া ইউনিয়নে ১টি শান্তিপুর শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ। ধানখালী ইউনিয়নে ১টি ধানখালী নমরহাট শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ। লতাচাপলী ইউনিয়নে ৩টি শ্রী শ্রী সার্বজনীন কালিমাতা দূর্গা পুজা মণ্ডপ, আলীপুর কেন্দ্রীয় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, মিশ্রিপাড়া শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ চম্পাপুর ইউনিয়নে ২টি উত্তর পশ্চিম চালিতাবুনিয়া ভোলানাথ ভাটবাড়ি শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ ও মাছুয়াখালী শ্রী শ্রী সার্বজনীন দুর্গা পুজা মণ্ডপ।

মহিপুর ইউনিয়নে ১টি মহিপুর শ্রী শ্রী সার্বজনীন দুর্গা ও কালী মন্দির পুজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হইবে।

কলাপাড়া শ্রী শ্রী জগন্নাথ নাট কেন্দ্রীয় মন্দির ও সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপের পুরোহিত কালাচাঁদ চক্রবর্তী জানান, “এবার দেবী দুর্গা গজে অর্থাৎ হাতিতে চড়ে আসছেন এবং দোলায় অর্থাৎ পালকিতে চড়ে যাবেন। গজে দেবীর আগমন শান্তি, সমৃদ্ধি ও শস্য-শ্যামলা বসুন্ধরার প্রতীক, যা একটি শুভ ইঙ্গিত বহন করে।”

কলাপাড়া শ্রী শ্রী জগন্নাথ নাট কেন্দ্রীয় মন্দির ও সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক শ্রী বাবু পাল জানান, “ধর্ম যার যার উৎসব সবার” আসন্ন দূর্গা পূজা উৎসবে দেশের প্রখ্যাত ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মন্দির প্রাঙ্গণে থাকছে নাগরদোলা, নৌকাসহ বিভিন্ন ধরনের রাইড, পণ্য সামগ্রীর মেলা, মুখরোচক খাবারের হোটেল। তাই জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে সকলে আমন্ত্রিত।

কলাপাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ও কলাপাড়া পৌর শহর চিংগুড়িয়া সার্বজনীন শ্রিশ্রি দূর্গাপূজাঁ কমিটির সভাপতি বাবু দেবাশীষ সিকদার (কালা) বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী মন্দির প্রাঙ্গণে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সুন্দরভাবে পুজা উদযাপন করার লক্ষ্যে এলাকার যুবকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

কলাপাড়া উপজেলা পূজা উদাযাপন ফ্রন্ট ও কলাপাড়া আখড়াবাড়ি শ্রী শ্রী জগন্নাথ নাট কেন্দ্রীয় মন্দির ও সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপ, আহ্বায়ক,বাবু সজল সমাদ্দার বলেন, শারদীয় ও দুর্গা উৎসব সফল করার লক্ষ্যে ইতোমধ্যে উপজেলা প্রশাসনের সাথে দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের সদস্যদের সাথে মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন দুর্গা পূজায় সকল ধরনের সহযোগিতা করবেন। এ উৎসব সম্পন্ন করতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, “প্রতিটি মণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের লক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রস্তুত রয়েছে। দুইটি পৌরসভা ও ৬টি ইউনিয়নের মোট ১৪টি দুর্গাপূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক,সাধারণ সম্পাদকসহ সুশিল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক, আনসার বাহিনী, চৌকিদাররা ২৪ ঘন্টা পাহারা প্রদান করবেন। এছাড়াও সিভিলে গোয়েন্দা সংস্থা কঠোর নজরদারিতে থাকবে। যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে এজন্য পুরো এলাকা জুড়ে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া সম্প্রীতি বজায় রাখতে মসজিদ কমিটির সঙ্গেও সভা করা হয়েছে। পূজা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক বলেন, “শারদীয় দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কলাপাড়া উপজেলার প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।