লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে জেলার সাধারণ বীর মুক্তিযোদ্ধাগণের চরম ক্ষোভ ও তীব্র প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের থানা রোডস্থ লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এন্তাজুর রহমান প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক, নরুল হক, শহিদুর রহমান, আমিনুল হক, গোলাম রহমান, মোফাজ্জল হোসেন, ছামছুল হক, রিয়াজুল হক সরকার, তমের আলী, আমজাদ আলী, সমশের আলী, আনছার আলী, ইসাহাক আলী, মজিবর রহমান, জয়নাল আলী, ছকিমুল্লা, আব্দুল কুদ্দুছ, মনছুর আলী, আখবর আলী, কলিমুদ্দিন, মহাম্মদ আলী, সফিকুল ইসলাম, আবুল হোসেন, লুৎফর, সহিদার রহমান, নৈইমুদ্দিন, মফিজ, আব্দুস সাত্তার, ইয়াকুব, নুরুজ্জামান, মোস্তাফিজুর রহমান, মতিয়ার রহমান, শহিদুল্লাহ প্রধান, নুরুল ইসলাম প্রামানিক, আব্দুল করিম, সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুর রশিদ, আজিত, জলিল, নুর মোহাম্মদ, আমিনুল ইসলাম, সামাদ, সোলেমান আলী মন্ডল, মেহেরুজ্জামান, জহির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।