সংবাদ শিরোনাম ::
র্যাব-৮ সিপিসি-১, কর্তৃক মৃত্যদন্ড আসামি গ্রেফতার।
মো.পারভেজ, স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১২:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
বরগুনা জেলার নারীও শিশু ট্রাইবুনাল মামলা নং-৩৯/০৯ ধারাঃ ১১(ক) এর মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মোঃ ছলেমান (৪৮) কে ঢাকা থেকে গ্রেফতার করছে র্যাব-৮ সিপিসি-১।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক সারে ৮ টার দিকে, ঢাকা মহানগরীর মিরপুর-১ এর শাহ আলী তানিয়া জুয়েলার্স, বাসা-২/১, ব্লক-এ, রোড-৫, অভিযান পরিচালনা করে তালতলী উপজেলার জাকির তবক গ্রামের ছাদেম আলীর ছেলে মোঃ ছলেমান কে গ্রেফতার করছেন র্যাব-৮ সিপিসি-১।

পটুয়াখালী র্যাব-৮ সিপিসি-১ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার, রাশেদুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের র্যাব-৪ এর সহযোগিতায় মোঃ ছলেমান কে গ্রেফতার করতে সক্ষম হই। তিনি একটা হত্য মামলা আসামী বিগত ১৭ বছর পলাতক ছিলেন। গ্রেফতাকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তালতলী থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।















