বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন ছিলেন বাংলাদেশের অভিভাবক ও জনগনের আস্থার প্রতীক-মোশাররফ হোসেন
- আপডেট সময় : ০৯:৩২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ১১৪ পটুয়াখালী-৪ আসনের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন,
বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের অভিভাবক ও সাধারণ জনগণের আস্থার প্রতিক।
আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলিপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, তার চিন্তা ও কর্মজীবনের মূল লক্ষ্য ছিল কীভাবে এ দেশের মানুষকে ভালো রাখা যায় এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা যায়।
লতাচাপলী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দোয়া মিলাদে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, মহিপুর থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা, শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু এবং থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা।
এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।
শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।














