কলাপাড়ায় বছরের প্রথম দিনে রঙিন মলাটের নতুন বই পেয়ে আনন্দে, উচ্ছ্বাসীত শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৭:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
নতুন বছরের প্রথম দিনে পটুয়াখালীর কলাপাড়ায় ১৭২ টি প্রাথমিক ও ১’শত১২টি মাধ্যমিক স্তরের ৪১ হাজার ২’শত ৮৯ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ১৪ হাজার ৮’শত টি নতুন বই বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সকল বিদ্যালয়ে বই বিতরন কার্যক্রম শুরু করা হয়। প্রাথমিক পর্যায়ে শতভাগ বই বিতরন করা হলেও মাধ্যমিক পর্যায়ে চাহিদা অনুযায়ী সব বই না আসায় ৯০ শতাংশ বই বিতরন করা হয়েছে।
নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয় প্রাঙ্গণগুলো জুড়ে দেখা যায় শিক্ষার্থীদের আনন্দ, উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য। রঙিন মলাটের নতুন বই পেয়ে শিক্ষার্থীরা জানায়, বছরের শুরুতেই পাঠ্যবই পাওয়ায় তারা পড়াশোনায় আরও মনোযোগী ও আগ্রহী হয়ে উঠবে।
মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ-আল-মিয়াদ বলেন, নতুন বছরের নতুন বই আমার উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়। তাই আমি ভালোভাবে পড়ালেখা করবো যাতে মানুষের মতো মানুষ হতে পারি।
দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থী অষ্টমী কর্মকার বলেন,নতুন বইয়ের ঘ্রাণ আমাকে পাগল করে। বাড়িতে গিয়েই বইগুলো দেখবো, মন দিয়ে পড়াশুনা করবো। পরীক্ষায় যাকে ভালো ফলাফল করতে পারি।
শিক্ষার্থীর অভিভাবক সাইদুল ইসলাম বলেন, সময়ের সঠিক ব্যবহার ও অধ্যবসায়ের মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যতে সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
শিক্ষার্থীদের নতুন বইয়ের মাধ্যমে তাদের জ্ঞানের ভান্ডার আলোকিত করবে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।














