বাংলাদেশ সংলাপ’র প্রধান উপদেষ্টা রাজা মল্লিক কলাপাড়ায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ০৮:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলাদেশ সংলাপের প্রধান উপদেষ্টা ও দুবাইস্থ বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাজা মল্লিক পটুয়াখালীর কলাপাড়ায় শুভ আগমন উপলক্ষে
বাংলাদেশ সংলাপ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ সংলাপের অস্থায়ী কার্যালয় এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, মাহমুদ মল্লিক ইন্টারন্যাশনাল জেনারেল (এলএলসি) এর ভাইস প্রেসিডেন্ট মিসেস ফেরদৌসী মল্লিক (খুশি),
মাহমুদ মল্লিক ইন্টারন্যাশনাল জেনারেল (এলএলসি) এর সিও আহম্মেদ মল্লিক, এমডি আব্দুল্লাহ মল্লিক, আবদুর রহমান মল্লিক। বাংলাদেশ সংলাপের সম্পাদক ও প্রকাশক ফরিদ উদ্দিন বিপু, যুগ্ম নির্বাহী সম্পাদক মাসুদ তালুকদার, বার্তা সম্পাদক সৈয়দ রাসেল মীরা, কলাপাড়া ব্যবসায়ী সমিতির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য সুমন মল্লিক।
এ সময় বাংলাদেশ সংলাপের প্রধান উপদেষ্টা মোহাম্মদ রাজা মল্লিক বলেন, সাংবাদিক সমাজের আয়না। সত্য তথ্য উপাত্ত ও ন্যায় নিষ্ঠা সংবাদ লিখনীর মাধ্যমে একটি দেশ উন্নয়নশীল করে গড়ে তুলতে ও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আপনারা বিতর্কের ঊর্ধ্বে থেকে এই মহৎ পেশাকে সঠিকভাবে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানান।














