কলাপাড়া উপজেলা বহুপক্ষীয় মাল্টিস্টেকহোল্ডার মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভা
- আপডেট সময় : ০৬:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ‘উপজেলা বহুপক্ষীয় ( মাল্টিস্টেকহোল্ডার ) মৎস্যজীবী নেটওয়ার্ক’ এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ১০ জানুয়ারী ’২৬ রোজ শনিবার সকাল ১০টায় ১৫ জন সদস্যের উপস্থিতিতে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রহুল আমিন হাওলাদার। সভায় আরো উপস্থিত ছিলেন নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইদুর রহমান, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ অন্যান্য সদস্য বৃন্দ। আলোচ্য বিষয় ছিল -সমাবায় সমিতি গঠন, খাল পুনঃখনন কর্মসূচী, নেটওয়ার্ক এর বাৎসরিক সভা ইত্যাদি।
সভায় নেটওয়ার্ক এর সহ-সভাপতি জনাব কালাম হাওলাদার বলেন, এ পর্যন্ত ০৩টি সমবায় সমিতি গঠন এর কাজে সহযোগীতা করা হয়েছে। আরো ০২টি সমবায় সমিতি করার ব্যাপারে সহযোগীতা করার সিদ্ধান্ত হয়। সরকারী যে সকল বদ্ধ জলাশয় সরকার লীজ দিয়ে থাকে তার তথ্য নিতে হবে এবং যেহেতে ০১ মাঘ থেকে সরকার লীজ দেওয়ার জন্য দরপত্র আহবান করবে সেহেতু সমবায়ের মাধ্যমে যেন লীজে নেওয়া যায় সে লক্ষ্যে নেটওয়ার্ক সহযোগীতা করবে মর্মে সিদ্ধান্ত হয়। আবার যে সকল বদ্ধ জলমহাল সরকারের তালিকা ভূক্ত আছে কিন্তু দরপত্রের আওতায় আসে নাই, সে সকল জলাশয়ের তালিকা তৈরী করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লীজ দেওয়ার প্রস্তাব দেওয়ার জন্য সভায় সিদ্ধান্ত হয়।
পানি উন্নয়ন বোর্ড এর মাধ্যমে অগ্রিাধিকার ভিত্তিতে খাল পুনঃখনন করার জন্য কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড এর সাথে ইতি মধ্যে উপজেলা পানি কমিটি এবং নেটওয়ার্ক এর প্রতিনিধীদের নিয়ে সভা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড একটি তালিকা দিয়াছিল, তার মধ্যে থেকে কোনগুলি অগ্রিাধিকার ভিত্তিতে খাল পুনঃখনন করা প্রয়োজন সে অনুযায়ী একটি প্রস্তাবনা তালিকা তৈরী করা হয় যেমন: ৪৭/১ মহিপুর পোল্ডারের আওতায়- দরজার খাল, লাল গরুর খাল, বড়াইতলা খাল। ৪৮ নং কুয়াকাটা ৪৭/১ পোল্ডারের আওতায় – লক্ষীর খাল ও কলই পাড়া খাল।
ফেব্রুয়ারী’২৬ মাসে নেটওয়ার্র্ক এর বাৎসরিক সভা ফিশনেট প্রকল্পের ০৬টি উপজেলার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হবে। সভাটি কলাপাড়ায় উপজেলায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কলাপাড়া উপজেলা নেটওয়ার্ক এর প্রতিনিধি অংশ গ্রহন করবে। সেহতেু কলাপাড়া উপজেলার নেটওয়ার্ক এর মাধ্যমে বাস্তবায়িত কার্যক্রম উক্ত সভায় উপস্থাপন করা হবে, তাই এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়। সভা পরিচালানা করেন জনাব মোঃ মিজানুর রহমান এ্যডভোকেসী অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ, খুলনা এবং আবু এমরান, এরিয়া ম্যানেজার, ফিশনেট প্রকল্প, উত্তরণ, কলাপাড়া।














