ধুলাসার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত পদে দায়িত্ব পেয়েছে কিরণ
- আপডেট সময় : ০৪:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর মহিপুরের ধুলাসার ইউনিয়ন যুবদলের ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) পদে সাংগঠন গতিশীল করার লক্ষে দায়িত্ব দেয়া হয়েছে মো. আনিসুর রহমান কিরন কে।
বুধবার ( ২২ অক্টোবর ) মহিপুর থানা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৯ নং ধুলাসার ইউনিয়ন শাখার ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক মো. মোস্তাকুর রহমান শিবলু অস্থায়ী ভাবে প্রবাসে বসবাস করার কারণে উক্ত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান কিরণ কে সংগঠন গতিশীল করার জন্য ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব দেয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের ঝড় তুলে এবং মো. আনিসুর রহমান কিরণ অনুসারীরা বাবলাতলা বাজে আনন্দিত হয়ে মিষ্টি বিতরণ করেন। এ বিষয়ে ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক দায়িত্ব পাওয়া মো. আনিসুর রহমান কিরণ সাংবাদিকদের জানান, আমাকে যে পদ দেয়া হয়েছে আমি অতন্ত্য খুশি। সংগঠনের গঠনতন্ত্র মেনে সবাইকে নিয়ে ধুলাসার ইউনিয়ন যুবদল সুসংগঠিত ও গতিশীল করব।
এবং ১১৩ পটুয়াখালী- ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করব। এ বিষয়ে ধুলাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাদা হাওলাদার বলেন কিরণ ভালো ছেলে মহিপুর থানা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেস বিজ্ঞপ্তিতে যে পদ দিয়েছে তা দক্ষ ব্যক্তিকেই দিয়েছে আশাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করবে।










