সরকারি ভাতা নিতে ভরসা পাই বিকাশ-এ
- আপডেট সময় : ০১:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
প্রিয় এলাকাবাসী,
সরকারি ভাতা ভোগীদের জন্য সুখবর📣📣
এখন থেকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সব ধরনের সরকারি ভাতা নিতে পারবেন নিজের বিকাশ একাউন্টে — একদম বিনা ঝামেলায়, বিনা খরচে।
এখন আপনার ভাতার টাকা আসবে সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে, কোনো দালাল বা অতিরিক্ত খরচ ছাড়াই।
ভাতা তুলুন বাড়ির পাশের বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে একদম ফ্রি!
বিকাশ-এ ভাতা নিলে আপনার সুবিধা:
১/ নিরাপদ লেনদেন: বিকাশ টাকা উত্তোলনের জন্য আপনার টাকার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে।
২/ সঠিক ও নির্ভরযোগ্য সেবা: আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা—সব তথ্য সহজে জানতে পারবেন।
৩/ সমস্যার দ্রুত সমাধান: টাকা জমা বা উত্তোলন নিয়ে কোনো অসংগতি হলে বিকাশ গুরুত্বসহকারে সমাধান করে।
৪/ সারাদেশব্যাপী নেটওয়ার্ক: প্রতিটি উপজেলায় কাস্টমার কেয়ার এবং গ্রাম-গঞ্জে এজেন্ট ভিক্তিক কাস্টমার কেয়ার — যাতে আপনি পাবেন দ্রুত সেবা ও সমাধান।
৫/ সহজ যোগাযোগ: বিকাশের নির্ভরযোগ্য হটলাইন 16247 এবং বিকাশের ডিস্ট্রিবিউশন হাউজ–এ কল করে অথবা সরাসরি গিয়ে জানাতে পারেন আপনার মতামত বা অভিযোগ।
কীভাবে পাবেন সরকারি ভাতা বিকাশ-এঃ
আজই আপনার জাতীয় পরিচয়পত্র (NID) ও সক্রিয় সিমসহ মোবাইল ফোন নিয়ে যোগাযোগ করুন —
উপজেলা সমাজসেবা অফিসে বা ইউনিয়ন পরিষদে।
একাউন্ট খোলা একদম ফ্রি! আর ভাতা তুলুন বাড়ির কাছের বিকাশ এজেন্ট থেকে বিনা খরচে।
প্রতিটি ভাতা ভোগী ও সাধারণ গ্রাহকদের সঠিক সেবা দিতে বিকাশের এক ঝাঁক দক্ষ কর্মী সর্বদা সবসময় প্রস্তুত।
তাই নিশ্চিন্তে বলতে পারি সরকারি ভাতা নিতে ভরসা করুন বিকাশ-এ।













