সংবাদ শিরোনাম ::
ঢাকায় আবাসিক হোটেলের খাবার খেয়ে স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যুর অভিযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
রাজধানীর মগবাজারে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী ও তার স্ত্রী এবং সন্তানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ হোটেলের খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ জুন) একই পরিবারের ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা থানার ওসি গোলাম ফারুক।
তিনি জানান, লক্ষ্মীপুরের সৌদি প্রবাসী মনির হোসেন তার স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় এসেছিলেন ডাক্তার দেখাতে। ডাক্তারের সিরিয়াল না পেয়ে মগবাজারে একটি আবাসিক হোটেলে রাত্রীযাপন করেন তারা। সেখানেই খাবার খাওয়ার পর বমি করেন। পরে তাদের উদ্ধার করে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
ওসি আরও জানান, মনির সৌদি আরবে ব্যবসা করতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে নেয়া হবে।










