জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০৪ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
- আপডেট সময় : ০৮:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০৪ আসন থেকে নির্বাচনী অংশগ্রহণ করার লক্ষ্যে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলার আহবায়ক ও দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার আমির ও দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবদুল কাইউমের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
সোমবার দুপুর ২টা ৩০মিনিটের সময় কলাপাড়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা এ মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া পটুয়াখালী-৪ আসন
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য ও দলের মনোনীত প্রার্থী রবিউল হাসান ও বাংলাদেশ খেলাফত মজলিসের পটুয়াখালী জেলার সদস্য ও দলের মনোনীত প্রার্থী ডাক্তার জহির উদ্দিন আহমেদ সোমবার বিকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোঃ শহিদ হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা বলেন, গত ১৭টি বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এজন্য আশা করছি ভোটাররা এই নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে। তাই নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার প্রত্যাশা করেন।
এর আগে রবিবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।















