কুয়াকাটা সমুদ্রসৈকতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট সময় : ০৩:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান।
শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গুড নেইবারস বাংলাদেশ–কলাপাড়া ও তালতলী সিডিপির উদ্যোগে, উপজেলা প্রশাসন, পৌরসভা এবং বীচ ম্যানেজমেন্ট কমিটির সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
সকালে সৈকতের বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে পড়েন দুই শতাধিক তরুণ স্বেচ্ছাসেবক। হাতে গ্লাভস, ব্যাগ ও ঝুড়ি নিয়ে তারা পুরো সৈকতজুড়ে ময়লা–আবর্জনা অপসারণে অংশ নেন। পাশাপাশি পরিবেশ ও সৈকতের সৌন্দর্য রক্ষায় পর্যটকদের সচেতনতামূলক ক্যাম্পেইনও করা হয়।
পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে কর্মসূচিতে ফ্রাই মার্কেট সংলগ্ন একটি স্থায়ী ও ৫ টি অপসারন যোগ্য অস্থায়ী ডাস্টবিন উদ্ভোদন এর পর ডাস্টবিনগুলো কুয়াকাটা পৌরসভা ও বীচ ব্যবস্থাপনা কমিটি’র কাছে হস্তান্তর করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। তিনি বলেন, ‘কুয়াকাটা শুধু আমাদের নয়—সমগ্র দেশের সম্পদ। পরিচ্ছন্নতায় সবার অংশগ্রহণই এখানে সবচেয়ে বড় শক্তি।’
এ সময় উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি প্রধান বার্টিন গোমেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আছাদুজ্জামান খান এবং বীচ ব্যবস্থাপনা কমিটির সদস্য মতিউর রহমান হাওলাদার।
স্বেচ্ছাসেবীরা জানান, শুধু দিবস উদযাপন নয়—সারা বছরই সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে চান তারা। তারা স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকসহ সবাইকে পরিচ্ছন্ন কুয়াকাটা গড়তে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় তরুন-তরুনীদের সম্মিলিত উদ্যেগে বিভিন্ন স্থান থেকে আর্থিক অনুদান সংগ্রহের মাধ্যমে বাইজিদ নামে এক প্রতিবন্ধি শিশুকে তার চিকিৎসার জন্য আর্থিক সহোযোগিতা প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবক দিবসে বিশাল কুয়াকাটা সৈকতে ঢেউয়ের শব্দের সঙ্গে মিশে ছিল একটি পরিচ্ছন্ন, সুন্দর ও টেকসই কুয়াকাটা গড়ার অঙ্গীকার।
এছাড়া সন্ধ্যায় জলবায়ু ও পরিবেশ রক্ষা বিষয়ক সচেতনাত বৃদ্ধিতে এবং সামাজিক কাজে স্থানীয় তরুন-তরুনীদের উৎসাহিত করার জন্য জারিগান, নৃত্য এবং বিভিন্ন শিল্পিদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় ।
গুড নেইবারস বাংলাদেশ স্থানীয় উদ্যোগ ও তরুণদের সংক্রিয় অংশগ্রহণই শিশু অধিকার সুরক্ষায় টেকশই পরিবর্তন আনতে পারে।
উল্লেখ্য গুড নেইবারস বাংলাদেশ ১৯৯৬ সাল থেকে শিশু অধিকার সুরক্ষা ও শিশু উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও যুব উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে। গুড নেইবারস বাংলাদেশ বর্তমানে ১৩ টি জেলায় ১৭ টি প্রকল্প পরিচালনার মাধ্যমে কমিউনিটির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।








