কিডনি রোগে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী আঁখি, চিকিৎসার জন্য মানবিক সহায়তা প্রয়োজন
- আপডেট সময় : ০৯:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী আখি আক্তার। অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন এই কলেজে। কিন্তু স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ালো এক দুরোর্গ মরণব্যাধি। ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হয়েছেন তিনি। দুটো কিডনি বিকল হয়ে গেছে। আঁখি আক্তার এইচ এস সি মানবিক শাখার ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার দিন অবস্থায় আছেন। চিকিৎসক পরামর্শ দিয়েছেন, দ্রুত ডায়ালাইসিস শুরু করতে হবে। এ ক্ষেত্রে দেরি করলে আখি মারা যেতে পারেন।
অসুস্থ আখি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের বাসিন্দা দুলাল মৃর্ধার মেয়ে।
আখি আক্তারের মা হাসিনা বেগম মেয়েকে নিজের কিডনি দিয়ে বাঁচাতে চান। তবে কিডনি নিয়ে মাকে মৃত্যুর ঝুঁকিতে ফেলতে চান না আখি। বর্তমানে তিনি নানা রকম শারীরিক জটিলতায় দিন পার করছেন।
কান্নাজড়িত কণ্ঠে আখি বলেন, হতদরিদ্র পরিবারের সন্তান আমি। বাবা একজন অটোরিক্সা চালক। বাবার একার রোজগার দিয়ে ৬ পরিবারের সদস্য কোনরকম খেয়ে না খেয়ে চলে আমাদের সংসার। এজন্য লেখাপড়া শেষ করে শিক্ষকতা করে বাবার কষ্ট লাগবের জন্য লেখাপড়া শুরু করি। কিন্তু সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে। বাধা হয়ে দাঁড়ালো দুরোর্গ মরনব্যাধি। কিডনি বদলানোর সামর্থ্য আল্লাহ দেয়নি। মরে যেতে তো কেউ চায় না; টাকা থাকলে ডায়ালাইসিস করে নিতাম। কিন্তু এত টাকা খরচ করে ডায়ালাইসিস করানো আর ওষুধ খাওয়ার মতো সামর্থ্য তো নাই। এভাবে এখন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে।
আঁখি আক্তারের কিডনি ডায়ালাইসিস করা দরকার। এজন্য প্রয়োজন ১০ লক্ষ টাকার, যা তার পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব নয়। সকলের মানবিক সহযোগীতেই পারে তাকে আবার সুস্থ জীবন ফিরিয়ে দিতে।
যোগাযোগ ও সহায়তা পাঠাতে চাইলে
01777022812 (বিকাশ পার্সোনাল, নগদ)








