কলাপাড়ায় কর্মবিরতিতে ১৭১ প্রাথমিক বিদ্যালয়ের ৭৪৫ জন সহকারী শিক্ষক
- আপডেট সময় : ০৩:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
দশম গ্রেডসহ তিনদফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাবপূর্ন দিবস কর্মবিরতি পালন শুরু করেছেন । রবিবার সকাল থেকে উপজেলার ১৭১ টি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম। তাই সকাল থেকে বিদ্যালয়ে আসা বেশির ভাগ শিক্ষার্থী ফিরে গেছেন বাড়িতে। আর এ উপজেলার ৭৪৫ জন সহকারী শিক্ষকের মধ্যে বিদ্যালয়ে আসা শিক্ষকরা অবস্থান নিয়েছেন অফিস কক্ষে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি চলবে বলে শিক্ষকরা জানিয়েছেন।
মঙ্গল সুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কানিজ ফাতেমা কলি বলেন, আমাদের দাবি আদায়ের জন্য ঢাকা শাহবাগে আন্দোলন করে আসছিল শিক্ষকরা। তখন আন্দোলনকারীর উপরে হামলা করেছে পুলিশ বাহিনী। আমাদের এক সহকর্মী এতে নিহত হয়েছে। আহত হয়েছে অনেক শিক্ষক। হত্যাকারীর বিচার করতে হবে ও আমাদের দাবি মানতে হবে। তাহলে আমরা ক্লাস রুমে ফিরে যাব।
শিক্ষিকা আক্তার রিমা বলেন,দশম গ্রেডের জন্য আমাদের শিক্ষকরা ঢাকা আন্দোলন করছে। আমাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব ।









