কলাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- আপডেট সময় : ০১:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় এ সার ও বীজ বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।
প্রণোদনা কর্মসূচিতে এই উপজেলার ৬ হাজার কৃষককে রোপা আমন ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি। প্রত্যেক কৃষকের পাঁচটি করে নারিকেল গাছ, ২০ গ্রাম হাইব্রিড মরিচের বীচ, বিভিন্ন প্রতিষ্ঠানে তালগাছ, প্রত্যেক শিক্ষার্থীদেরকে ৪ টি করে নিম, বেল, জাম, লেবু ও কাঁঠাল চারা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, কলাপাড়া উপজেলার কৃষিতে বেশি প্রণোদনা আসে। এর কারন কৃষিতে ব্যাপক সাফল্য এসেছে। এছাড়া শিক্ষিত তরুণদের কৃষিকাজে আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের চেষ্টায়। এই উপজেলায় প্রতিবছর যে কোন সবজি, মুগ ডাল, সূর্যমুখী চাষে বাম্পার ফলন হয়ে থাকে। এই উপজেলা কৃষির সফলতা গল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছে তুলে ধরি। এজন্য তুলনায় আমাদের এই উপজেলায় প্রণোদনা বেশি আসে। কৃষক যারা রয়েছেন কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসক পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবো, যাতে কৃষি উৎপাদনে বিগত বছর গুলোর তুলনায় এবছর রেকর্ড পরিমান উৎপাদন বাড়ে।









