পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি হাবিবুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার
- আপডেট সময় : ০১:১৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার প্রধান উপদেষ্টা ও কলাপাড়ার সাবেক সভাপতি পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮ টায় পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা সভাপতি হাওলাদার মোঃ সেলিম মিয়া লিখিত বক্তব্য পাঠ করে এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে সভাপতি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থ বিরোধী কাজ করায় তাকে মোহতারাম আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাইন) এর নির্দেশে দলের সমস্ত পথ ও প্রাথমিক সদস্য পথসহ স্থায়ীভাবে বহিষ্কার করা হল।
আসন্ন এয়োদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী ১ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী থেকে প্রত্যাহার করে তার পর্রীবতে মাওলানা আলহাজ্ব আবুল হাসান বুখারীকে পটুয়াখালী ১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি মাস্টার আব্দুল হাকিম,
সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, জয়েন সেক্রেটারিসহ আরো অনেক নেতৃবৃন্দ।
উল্লেখ্য কলাপাড়া প্রেসক্লাব মিলানায়তনে
সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে
ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী-০১ আসনের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তিনি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করবেন তা এখনও নিশ্চিত করেননি।
প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণার মাধ্যমে পটুয়াখালী-০১ ও পটুয়াখালী-০৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।








